নড়াইল জেলাধীন কালিয়া উপজেলার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চুড়ান্ত বেসরকারী ফলাফলঃ
চেয়ারম্যানপদ প্রার্থীঃ
প্রথম স্থান- জনাব খান শামীম রহমান (অছি), প্রাপ্ত ভোট সংখ্যা- ৪৮,৪৭৩ । প্রতিক- চিংড়ি মাছ।
দ্বিতীয় স্থান- তার নিকটতম প্রতিদ্বন্দি জনাব আসজাদুর রহমান (মিঠু), প্রাপ্ত ভোট সংখ্যা- ২১,৩৮০ । প্রতিক- দোয়াত কলম।
তৃতীয় স্থান- জনাব মাহমুদুল হাসান কায়েস, প্রাপ্ত ভোট সংখ্যা- ১৬,০০৩ । প্রতিক- ঘোড়া।
প্রথম স্থান- জনাব হাফেজ মোঃ জাকারিয়া, প্রাপ্ত ভোট সংখ্যা- ৩২,৩৪৯। প্রতিক- উড়োজাহাজ।
দ্বিতীয় স্থান- তার নিকটতম প্রতিদ্বন্দি জনাব মোফাজ্জেল হোসেন, প্রাপ্ত ভোট সংখ্যা- ২৪,৭৮৯ । প্রতিক- চশমা।
প্রথম স্থান- মিসেস বিউটি আক্তার, প্রাপ্ত ভোট সংখ্যা- ৪৯,৩৩১। প্রতিক- হাস।
দ্বিতীয় স্থান- তার নিকটতম প্রতিদ্বন্দি মিসেস জোহরা খাতুন, প্রাপ্ত ভোট সংখ্যা- ৩২,৪৭৭ । প্রতিক- কলস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস